আন্তর্জাতিক ডেস্ক ॥ জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ ইসরাইলি সেনার গুলিতেই নিহত হয়েছিলেন। ওই হত্যাকান্ড নিয়ে সংস্থাটি যেসব তথ্য পেয়েছে, তার ভিত্তিতে চালানো অনুসন্ধানের পর এমন সিদ্ধান্তে উপনিত হয়েছে জাতিসংঘ। গত ১১ই মে ফিলিস্তিনের শহর জেনিনে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিরীন। আল-জাজিরা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকান্ডের জন্য ইসরাইলকে দায়ী করে। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর’র মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, আমরা যত তথ্য পেয়েছি তাতে বুঝা যাচ্ছে ইসরাইলি সেনাদের গুলিতেই শিরীন নিহত হয়েছেন এবং তার এক সহকর্মী আহত হয়েছেন। ফিলিস্তিনিদের গুলির যে দাবি উঠেছিল সেটিকেও নাকচ করে দেন তিনি। শুক্রবার (২৫ জুন) জেনেভায় সাংবাদিকদের কাছে রবিনা আরও বলেন, ওএইচসিএইচআর-এর তদন্তে দেখা গেছে ওই গুলির সময় আশেপাশে কোথাও ফিলিস্তিনি অস্ত্রধারীরা ছিলই না।