আন্তর্জাতিক ডেস্ক ॥ অর্থনৈতিক জোট ‘ব্রিকস’ এর শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সামরিক জোট প্রসঙ্গে সরব হলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত। দেশগুলোর নামের আদ্যক্ষরে সমন্বয়ে তৈরি হয়েছে ব্রিকস কথাটি। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে আয়োজিত হবে ব্রিকসের ১৪ তম শীর্ষ সম্মেলন। তার আগে বুধবার ব্রিকস বিজনেস ফোরামে বৈঠকে শি চিনপিং বিভিন্ন দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। শি চিনপিং বলেন, ‘ইউক্রেন সংকট সবার জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। ’ তিনি ‘অন্য দেশের নিরাপত্তা নষ্ট করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা’র বিরুদ্ধেও সতর্ক করে দেন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ‘বুমেরাং সিদ্ধান্ত’ বলে আখ্যা দেন তিনি।
শি চিনপিং নিজে সামরিক জোটের বিরোধিতা করলেও ইউক্রেন যুুদ্ধের আবহে নিজেদের সম্পর্ক জোরদার করছে চীন-রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাপান সফরের মধ্যেই দুই দেশ জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে যুদ্ধবিমানের মহড়া করেছে। ভারতের ভূ-রাজনৈতিক বিশ্লেষক মনোজ যোশী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিন উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসার সুযোগ পেলেন। মনোজ যোশী আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার সুযোগে এ সম্মেলনে চীন নিজেদের সরকার ব্যবস্থা ও উন্নয়ন কৌশল প্রচারের চেষ্টা করবে।