বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিবন্দি অবস্থায় রয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ। এদিকে গত শনিবার রাজ্যের বিভিন্ন যায়গায় বেশকয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে রাজ্যটিতে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। বন্যার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বাস্তুহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে আসামের বেশকয়েকটি জেলা। ডুবে আছে অসংখ্য ঘরবাড়ি। সেখানকার মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। তবে, গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি কম হওয়ায় অনেক জায়গা থেকে পানি নামতে শুরু করেছে। বাড়িঘরে ডুবে থাকায় এখনই নিজ ঠিকানায় ফিরতে পারছে না বানভাসি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *