পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়া পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। কারণ ইউক্রেন সংকটের মধ্যে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উপায় খুঁজছে। বুধবার এমন হুশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, ইউরোপকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সংবাদ সংস্থা রয়টার্সকে পাঠানো একটি বিবৃতিতে বলেন, সাম্প্রতিক আচরণ (পদক্ষেপ) বিবেচনা করে, আমি নিশ্চিত করে বলব না রাশিয়া বিভিন্ন ইস্যু খোঁজার চেষ্টা করবে এবং কারণ খোঁজার চেষ্টা করবে, ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়ার জন্য। শুধু কমিয়ে দেওয়া না তারা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধই করে দিতে পারে। এ কারণে ইউরোপকে সম্ভাব্য ঘটনার জন্য প্রস্তুতি নিতে হবে, যোগ করেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বুলগেরিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। অন্যদিকে জার্মানি, ফ্রান্সের মতো বড় দেশগুলোতে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *