শামীম আহমেদ (সাঁথিয়া প্রতিনিধি) ॥ পাবনার ফরিদপুর ডেমড়ায় মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডেমড়া ইউনিয়নের তাওহীদি জনতার উদ্যোগে ডেমড়া ফুটবল খেলার মাঠ থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড গোল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ডেমড়া ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমড়া কাদরিয়া ত্যাইবিয়া দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা আফজাল হোসেন। ডেমড়া কাদরিয়া তাইবিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন হাফেজ মোঃরফিকুল ইসলাম কারি আবু ইউসুফ মাওলানা হাফেজ মোঃ আব্দুল আলামীনসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।